Thu, Sep 21 2017 - 2:31:37 PM +06

অনুমোদন পেল পুলিশের এন্টি টেররিজম ইউনিট


News Image

হলি টাইমস রিপোর্ট :

বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট হিসেবে অনুমোদন পেল এন্টি টেররিজম ইউনিট। এই ইউনিটের সাংগঠনিক কাঠামো গঠন এবং কার্যক্রম পরিচালনার জন্য ৫৮১টি নতুন পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে ৩১ টি ক্যাডারপদ এবং ৫৫০টি  পদ অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। এই ৫৮১টি পদের মধ্যে রয়েছে:

অতিরিক্ত আইজিপি  (গ্রেড-২) ১টি, ডিআইজি ১টি, অতিরিক্ত ডিআইজি ২টি, পুলিশ সুপার ৫টি, অতিরিক্ত পুলিশ সুপার ১০টি, সহকারী পুলিশ সুপার ১২টি, ইন্সপেক্টর ৭৫টি, এসআই (সশস্ত্র/নিরস্ত্র) ১২৫টি, এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) ১৪০টি, কনস্টেবল ২০০টি, সিস্টেম এনালিস্ট ১টি, অ্যাসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার ১টি, সহকারী প্রোগ্রামার ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২টি, বাবুর্চি ২টি, পরিচ্ছন্নতা কর্মী ৩টি পদ। খবর : ডিএম পি ।

নব সৃষ্ট এ এন্টি টেররিজম ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ৪১টি যানবাহনের বরাদ্দ দেওয়া হয়েছে।

জননিরাপত্তা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ কর্তৃক জারিকৃত এক সরকারী আদেশে এ তথ্য জানানো হয়।