Sat, Oct 14 2017 - 2:26:24 PM +06

কাঠমণ্ডু অবস্থান করছে পর্বতারোহী দল


News Image

হলি টাইমস রিপোর্ট :

মিশন লারকে’র টিম বিএমটিসি এখন কাঠমণ্ডুতে অবস্থান করছে। গত বৃহস্পতিবার তারা তাদের প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করেন। ১২ অক্টোবর দলটি বেশিশহেরের উদ্দেশ্যে যাত্র করে।দলটি জানায়, গত ১০ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১টায় যাত্রা করার কথা থাকলেও বিমান ফ্লাই করার আগে যান্ত্রিক ত্রুটি ধরা পরে। তাই ফ্লাইটটি বাতিল হয়ে বিকেল ৩টায় অন্য একটি ফ্লাইটে রওয়ানা হন। বিকেল সাড়ে ৪টায় তারা কাঠমণ্ডু পৌঁছান। আবহাওয়া খারাপ থাকায় বিমান ল্যান্ডিং করতে কিছুটা দেরি হয়।

nepal-cover

দলের সদস্য ইকরামুল হাসান শাকিল জানান, ‘লারকে’ হচ্ছে ২০ হাজার ৫০০ ফুট উঁচু একটি পর্বতশিখর। এটি নেপালের মানাসলু হিমালয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দলটি ২৫ দিনের অভিযানে ‘লারকে’ পর্বতশিখর আরোহণ করবেন।

অভিযানের দলনেতা হিসেবে রয়েছেন এমএ মুহিত এবং অভিযাত্রী হিসেবে রয়েছেন নূর মোহাম্মদ, বাহলুল মজনু, শায়লা পারভীন, ইকরামুল হাসান ও রিয়াসাদ সানভী।