Tue, Dec 12 2017 - 1:34:23 PM +06

কফি হাউস প্রাঙ্গণে বারী সিদ্দিকীর স্মরণ সভা


News Image

হলি টাইমস রিপোর্ট :

সুরের সাধক, মাটি ও মানুষের শিল্পী, প্রখ্যাত বংশিবাদক বারী সিদ্দিকীর মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

তাঁর স্মরণে আগামীকাল রোজ বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউস প্রাঙ্গণে স্মরণ সভা ও বারী সিদ্দিকীর গান শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

আর এ আয়োজন করেছেন তার প্রিয় আড্ডা স্থল কফি হাউস আড্ডার বন্ধুরা। এ অনুষ্ঠানে  উপস্থিত থাকবেন সঙ্গীতাঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অনেকেই  ।

প্রয়াত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর গাওয়া মোট গানের সংখ্যা ১৬০টি। তিনি সেভাবেই গানগুলো গেয়েছেন। তাই আমাদের বেশির ভাগ গানই শ্রোতাপ্রিয় ও জনপ্রিয় হয়েছে।’ এই গীতিকার ও সুরকার জুটির খুব জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘ছোট্ট একটা মাটির ঘর, কেউ আসে না নিতে খবর’, ‘চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান’, ‘আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে’, ‘এক মুঠো মাটির মালিকানা’, ‘আমি নাকি মন পোড়ানো কয়লার ব্যাপারী’।