Sun, Dec 17 2017 - 4:36:29 PM +06

প্রার্থনার সময় গির্জায় হামলা ও বিস্ফোরণ পাকিস্তানে


News Image

 হলি টাইমস রিপোর্ট:

আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় চল্লিশ মাইল দূরে পাকিস্তানের কোয়েটা শহরের ওই গির্জায় হামলায় পাঁচজন নিহত হয়েছে। আর আহত হয়েছে ১৫ জন।

ঠিক যেসময়টায় চার্চটিতে প্রার্থনা চলছিল তেমনই সময় হামলা চালায় বন্দুকধারীরা। ওই অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

বিস্ফোরণ এবং বন্দুকের গুলিবর্ষণের মাধ্যমে আত্মঘাতী হামলা চালানো হয়।

মন্ত্রী জানান, শরীরে বিস্ফোরক বহনকারী হামলাকারী একজন ভবনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় । হামলাকারীদের যদি প্রবেশের মুখে আটকানো না যেত তাহলে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতো বলেও জানান তিনি।

স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, হামলায় পাঁচজন নিহত হয়েছে আর আহত হয়েছে ১৫ জন। । আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর: বিবিসি

এলাকাটিতে এ ধরনের হামলা একেবারে নতুন নয়। সেখানকার হাযারা শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে থাকে।

দেশটিতে সংখ্যালঘু খিস্ট্রান সম্প্রদায়ও মাঝে মাঝেই হামলার শিকার হচ্ছে।