Mon, Dec 18 2017 - 12:09:51 PM +06

সীমান্তবর্তী বাংলাদেশের প্রায় সমস্ত জঙ্গিঘাঁটি ধ্বংস - বিএসএফ


News Image

হলি টাইমস রিপোর্ট :

সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের মাটিতে ঘাঁটি তৈরি করা থাকা জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার কাজে বড়সড় সাফল্য পেল দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী। ভারতের পূর্ব সীমান্ত বরাবর প্রায় সমস্ত জঙ্গিঘাঁটি ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের ডিজি কে কে শর্মা। ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি’র যৌথ সহযোগিতায় জঙ্গিঘাঁটি নির্মূল করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। কে কে শর্মা বলেন, ‘আমরা যখনই দক্ষিণ-পূর্ব বাংলাদেশের কোনও রাজ্যে জঙ্গিঘাঁটি সম্পর্কে কোনও তথ্য পেতাম, তা আমরা বিজিবিকে জানাতাম। তড়িঘড়ি তল্লাশি চালাত বিজিবি। এর ফলে জঙ্গিদের প্রায় সবক’টি প্রশিক্ষণ শিবির এবং গোপন আস্তানা ধ্বংস করা সম্ভব হয়েছে। যদি কিছু জঙ্গি শিবির এখনও থাকে, তবে তাদের স্থায়ী কোনও আস্তানা নেই।’ এর জন্য বিজিবিকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। খবর বর্তমান পত্রিকার।