Mon, Dec 18 2017 - 1:54:47 PM +06

শিশু অধিকার বাস্তবায়নে খুশি ইউনিসেফ


News Image

হলি টাইমস রিপোর্ট :

 বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার  ফজলে রাব্বী মিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে ইউনিসেফ  এর প্রতিনিধি এডুওয়ার্ড বিগবেডার সৌজন্য সাক্ষাৎ করেন আজ ।

সাক্ষাৎকালে তারা কনভেনশন অন চাইল্ড রাইট এবং পরবর্তী চাইল্ড পার্লামেন্ট সম্মেলন নিয়ে আলোচনা করেন।

এ সময়  ডেপুটি স্পীকার প্রত্যেক সংসদীয় আসন থেকে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক মনোনীত একজন শিশু আগামী বছরের প্রথমার্ধে ঢাকায় অনুষ্ঠেয় শিশু পার্লামেন্ট সম্মেলনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডেপুটি স্পীকার আরো বলেন ,সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে এবং মাধ্যমিক শিক্ষকদের শতভাগ বেতন সরকার প্রদান করছে। ইউনিসেফের প্রতিনিধি সরকারের নেয়া শিশুদের অধিকার ব্যস্তবায়নে এ সমস্ত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।