Sun, Jan 7 2018 - 1:21:24 PM +06

নির্মল সেন এর ৫ম মৃত্যুবার্ষিকী পালন


News Image

হলি টাইমস রিপোর্ট :

কলামিস্ট ও লেখক কমরেড নির্মল সেন এর ৫ম মৃত্যুবার্ষিকী আগামিকাল ।

তিনি ২০১৩ সালের ৮ জানুয়ারি দেহ ত্যাগ করেন।

শিল্পসাহিত্য বিষয়েও তিনি খুবই অনুরাগী ছিলেন। তাঁর লেখালেখি শুরু হয় অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময়ে ‘কমরেড' পত্রিকার মধ্য দিয়ে। তিনি    ইত্তেফাক, ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তান, পরে দৈনিক বাংলা পত্রিকায় একটানা ৩৩ বছর সাংবাদিকতা করেন। প্রেস ট্রাস্টের এই পত্রিকা ১৯৯৭ সালে বন্ধ হওয়ার দিন পর্যন্ত নির্মল সেন এই পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। ১৯৭২-৭৩ সালে নির্মল সেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ১৯৭২-৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ছিলেন।

তার ৫ম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে আগামিকাল  সোমবার সকাল ৮:০০ টা থেকে ১১:০০ ঘটিকায় সেগুন বাগিচা, ২৩/২, তোপখানা রোডস্থ নির্মলসেন মিলনায়তনে অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পন করা হবে।

নির্মল সেন ছিলেন বিপ্লবী রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও লেখক কমরেড ।