Sun, Jan 14 2018 - 1:40:28 PM +06

আমরণ অনশনে অর্ধশতাধিক শিক্ষক অসুস্থ


News Image

নিজস্ব প্রতিবেদক :জাতীয়করণের দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। অনশন পালন করতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

তারা জানান, অসুস্থদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেন তারা। দাবি আদায়ে সরকারের পদক্ষেপ না থাকায় তারা ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন। প্রেসক্লাবের সামনে দেখা গেছে, অসুস্থ অনেক শিক্ষককের শরীরে স্যালাইন লাগানো হয়েছে। 

শিক্ষক নেতাদের সঙ্গে কথা বললে তারা জানায়, মাস শেষ হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ২২-৩০ হাজার টাকা বেতন পান। কিন্তু আমরা মাস শেষে কোনো বেতন পাই না তবুও তাদের মতো শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যায়। আমাদের এই মানবেতর জীবন যাপনের দৃশ্য কেউ জানেন না। এ সময় তারা সরকারের কাছে দাবি জানান দ্রুত দাবি মেনে নেওয়ার।