Wed, Jan 17 2018 - 5:23:11 PM +06

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ২৯তম বৈঠক অনুষ্ঠিত


News Image

হলি টাইমস রিপোর্ট :

 

আজ দশম জাতীয় সংসদের ‘‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির’’ ২৯তম বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ ভবনে কমিটির সভাপতি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী  ।
কমিটি সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং এম. এ. আউয়াল ও এ বৈঠকে অংশ গ্রহণ করেন।

বৈঠকে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন দপ্তর/সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিভিন্ন ভবনগুলোতে অগ্নিকান্ড প্রতিরোধকল্পে বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

কমিটি পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি অনুযায়ী বিভিন্ন জাতীয় দিবসসহ অন্যান্য দিবসসমূহ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বন্টনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে।

এছাড়াও কমিটি বৈঠকে পার্বত্য শান্তি শক্তির আলোকে পার্বত্য চট্রগ্রামে অঞ্চলে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করে।

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।