Tue, Feb 20 2018 - 7:31:26 PM +06

এমএলএম ব্যবসার নামে প্রতারণা : আটক ৯


News Image

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে অবৈধ মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।  সোমবার রাতে তাদেরকে শহরের কোয়াডাঙ্গা এলাকার কুটুমবাড়ী কমিউনিটি সেন্টার থেকে আটক করে মঙ্গলবার আদালতে পাঠানোর  কথা জানায় পুলিশ।
আটককৃতরা হলেন খালিদ হাসান (২৮), রাকিবুল ইসলাম(২২), রিফাত হাসান (২০), শরিফুল ইসলাম (২২), শিবলী শেখ (২৪), আবু সাইদ (২৩), নাজমুল হাসান (২৫), লাবলু সরদার (২২) ও আজম (২১)। এদের সবার বাড়ি খুলনা, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়।
ওয়ার্ল্ড মিশন টুয়েন্টিওয়ান লিমিটেড নামে অবৈধ ভাবে এমএলএম ব্যবসা পরিচালনার দায়ে তাদেরকে পুলিশ আটক করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন । তিনি জানান, এরা ট্রেড লাইসেন্স বিহীন অবৈধ ভাবে এমএলএম ব্যবসার নামে গোপালগঞ্জ জেলার প্রায় ৩০০ তরুণ-তরুণীকে কমিশনের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার ৭শ’ টাকা করে প্রায় ৮ লাখ টাকা আদায় করে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে প্রতারনার মামলা করা হয়েছে।