Wed, Feb 21 2018 - 5:03:15 PM +06

দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রযোগিতা অনুষ্ঠিত


News Image

বিভাষ দাস, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারীতে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয় ও গরীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ভদ্রকান্ত বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মুজিবর রহমান শামীম। উপস্থিত ছিলেন উপদেষ্টা ডিডি এলজি (উপ-সচিব) গোপালগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বাড়ল, উপজেলা নির্বাহী অফিসার আবুসাঈদ, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু নিকুঞ্জ বিহারী মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দলাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, চরবানিয়ারী ইউনিয় ছাত্রলীগের সভাপতি গোবিন্দলাল মজুমদার, বাংলাদেশ বেতার খুলনার বিশিষ্ট কণ্ঠশিল্পী সুধা দাস, সফটওয়ার ইঞ্জিনিয়ার অপূর্ব লাল মন্ডল, বৈশাখী টেলিভিশনের চিতলমারী প্রতিনিধি বিভাষ দাস প্রমূখ। এছাড়াও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট সুধিজন ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠনকে প্রানবন্ত করে তোলে।
উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার বালা ও গরীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন দুই বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।