Wed, May 17 2023 - 6:50:15 PM +06

মাঝ আকাশে হঠাৎ প্লেনে তীব্র ঝাঁকুনি, তারপর যা ঘটলো


News Image
প্লেনে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কারণে অনেক যাত্রী আহত হয়েছে। গন্তব্যে পৌঁছানোর পর তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটি সিডনির উদ্দেশে যাত্রা করেছিল।সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সিডনিগামী এয়ার ইন্ডিয়ার প্লেনটিতে অনেক যাত্রী আহত হন। যান্ত্রিক গোলযোগের কারণেই মাঝ আকাশে বিমানটি হঠাৎ কেঁপে ওঠে বলে মনে করা হচ্ছে। ঝাঁকুনির ফলে যাত্রীরা আসন থেকে এদিক, ওদিক ছিটকে পড়েন। এ সময় অনেকের চোট লাগে।ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, এ ঘটনায় প্লেনটিতে থাকা ৭ যাত্রী আহত হন। প্লেনের মধ্যে চিকিৎসক ও কর্মীরা প্রাথমিক চিকিৎসা সেবা দেন তাদের। পরে বিমানবন্দরেও চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তবে কারও চোটই তেমন গুরুতর নয় বলে মনে করা হয়। তবে মাঝ আকাশে প্লেনে ঝাঁকুনির ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।চলতি বছরের মার্চ মাসে অনুরূপ ঘটনা ঘটে আমেরিকার একটি প্রাইভেট জেটে। প্লেনে ঝাঁকুনির কারণে সেবার এক যাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছিল। যা বেশ বিরল ঘটনা।