Sat, Aug 19 2023 - 7:28:13 PM +06

যৌন হেনস্তা, মাইকেল জ্যাকসনের কোম্পানির বিরুদ্ধে মামলা পুনর্জীবিত হচ্ছে


News Image
এবার প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে করা দুই যুবকের যৌন হেনস্তার মামলা পুনর্জীবিত হচ্ছে। তার কোম্পানির বিরুদ্ধে করা মামলাটি পুনর্জীবিত করার আদেশ দিয়েছে মার্কিন আদালত।ওয়েড রবসন ও জেমস সেফচাক নামের ওই দুই ব্যক্তির বয়সই এখন চল্লিশের কোটায়। তাদের দাবি, শৈশবে তারা জ্যাকসনের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছেন। এবার তারা জ্যাকসনের বিরুদ্ধে করা মামলাটি পুনর্জীবিত করার আবেদন জানিয়েছিল। তারা বলেছে, তাদের রক্ষা করার দায়িত্ব ছিল জ্যাকসনের কোম্পানির। 
২০০৯ সালে মারা যান জ্যাকসন। তার আইনজীবী তাকে নিরাপরাধ ও নিষ্পাপ দাবি করে আসছে।
 
রবসন ও সেফচাক দাবি করেছেন, আশি ও নব্বইর দশকে তারা জ্যাকসনের কাছে হেনস্তার শিকার হন। এর আগে আদালত জানিয়েছিল, জ্যাকসনের কাজের দায়ভার কোনোভাবেই তার কোম্পানি বহন করবে না। এবার আদালত সেই অবস্থান থেকে সরে দাঁড়াল।
 
সূত্র: বিবিসি