Sun, May 19 2013 - 12:00:00 AM +06

স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ


News Image

হলিটাইম্‌স ডেস্ক

ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বৈঠকের সময় স্টেট ডিপার্টমেন্টের বাইরে বিক্ষোভ করেছেন ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীরা। বিক্ষোভের আগে বাংলাদেশ ডেস্ক’র প্রধান বেন ব্রে’র মাধ্যমে সরকারের মানবাধিকার লঙ্ঘনের তথ্যাদি তুলে ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন প্রবাসীরা।

স্থানীয় সময় শুক্রবার আমেরিকা ও বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সময় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ কর্মসূচির আয়োজন করে প্রবাসীরা।

এতে বক্তব্য দেন আমেরিকান মুসলিম কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইমাম মাহদী ব্রে, বাংলাদেশী আমেরিকান ফরিদউদ্দিন, সায়েদ মুকতাদির ও জুহাইব চৌধুরী।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অভিযোগ করে বলেন, “বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শুধু চলতি বছরেই সরকারি বাহিনী শত শত সাধারণ মানুষকে হত্যা করেছে। কয়েক হাজার মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। ৫০ হাজারেরও বেশি মানুষ বিনা বিচার কারাগারে আটক রয়েছে। সরকারি বাহিনী সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।”

বাংলাদেশ সরকারকে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য মার্কিন সরকারের মাধ্যমে চাপ সৃষ্টি করা দাবি জানান বক্তারা।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, “নিজ ভবন পরিত্যক্ত জেনেও সরকার সমর্থক রানা হরতাল বিরোধী মিছিলে অংশ নেয়ার জন্য জোরপূর্বক গার্মেন্টস শ্রমিকদের ডেকে এনে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ধসে পড়া ভবনে অসংখ্য আহত এবং এগার শতাধিক নিহতের ঘটনা সরকার দায় এড়াতে পারে না।” নিহত শ্রমিকদের পরিবার এবং আহতদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান বক্তারা। -বিজ্ঞপ্তি

হলিটাইম্‌স/সাদি