Sun, Feb 24 2013 - 12:00:00 AM +06

আন্তজেলা পথে ইচ্ছামতো ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে : কাদের


News Image

স্টাফ করেসপন্ডেন্ট

হলিটাইম্‌স ডটকম

ঢাকা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তজেলা পথে চলাচলকারী বাস-কোচ ইচ্ছামতো ভাড়া আদায় করছে বলে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে সরকার-নির্ধারিত ভাড়া কার্যকর করার বিষয়ে কাজ চলছে বলে মন্ত্রী জানান। রোববার জাতীয় সংসদের বৈঠকে টেবিলে উপস্থাপিত নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সংসদে এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী সংসদকে জানান, আন্তজেলা পথে বাস-কোচ যাতে সরকার-নির্ধারিত ভাড়ায় চলাচল করে, তা দেখার জন্য একটি উচ্চপর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিআরটিএ নিজস্ব কার্যক্রমের অংশ হিসেবে বিষয়টি মনিটরিং করছে। আঞ্চলিক পরিবহন কমিটি ও পুলিশ প্রশাসনও কাজ করছে। সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সরকারদলীয় এমপি বেগম তহুরা আলীর এক লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে গত মাস পর্যন্ত এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ৩৯৬ কোটি ৯৪ লাখ টাকা। বেনজীর আহমদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. মুজিবুল হক জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে গত অর্থবছর পর্যন্ত রেলওয়ে দুই হাজার ৪৭৩ কোটি ৯৩ লাখ টাকা আয় করেছে। এই সময়ে রেলওয়ের ব্যয় হয়েছে পাঁচ হাজার ৮৫৪ কোটি ৩৮ লাখ টাকা। মন্ত্রী আরো জানান, দেশে বর্তমানে ১৪৬টি রেলস্টেশন বন্ধ রয়েছে। স্টেশনমাস্টার ও বুকিং সহকারী না থাকায় ৮৯টি স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তা ছাড়া একজন করে স্টেশনমাস্টার থাকায় ৫৭টি স্টেশনের কার্যক্রম দিনের আংশিক সময় বন্ধ থাকে। এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, রেলওয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীল নয় হাজার ৯৫৪টি শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলছে। তবে এ দুই পদে নিয়োগের বিষয়টি নিয়ে আদালতে ২৯টি মামলা রয়েছে। মামলার কারণে ১৩টি শ্রেণীতে চার হাজার ২২২টি পদে নিয়োগের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে না। বেগম ফরিদুন্নাহার লাইলীর লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বিমানের জ্বালানি পরিবহনের জন্য ১৮টি এমজি ট্যাংক ওয়াগন ও তিনটি এমজি ব্রেক ভ্যান সংগ্রহের জন্য চুক্তিপত্র সই হয়েছে। আগামী মে ও জুন মাসে দুই দফায় ওয়াগন ও ভ্যান পাওয়া যাবে। পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, রেলওয়ের জমির পরিমাণ ৬১ হাজার ৬০৫ দশমিক ৮৪ একর। জমি উন্নয়ন এবং সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবহারের জন্য ‘ল্যান্ড ইউজ প্ল্যান’ তৈরির কাজ চলছে বলে মন্ত্রী সংসদকে জানান।

হলিটাইম্‌স/সাদি