Sun, Oct 14 2012 - 12:00:00 AM +06

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদেরাগ, ক্যানসার, স্ট্রোক, মানসিক রোগ ইত্য


News Image

মানসিক চাপ কী ও কেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদেরাগ, ক্যানসার, স্ট্রোক, মানসিক রোগ ইত্যাদি অসংক্রামক ব্যাধি দ্রুত ও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে সারা পৃথিবীতে। এই বৃদ্ধির হার আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে অনেক বেশি। এর একটি প্রধান কারণ হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ। স্ট্রেস হচ্ছে, বিজ্ঞানীদের ভাষায়, যেকোনো চ্যালেঞ্জের বিপরীতে মানুষের এক স্বাভাবিক শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া। আমাদের মস্তিষ্ক যে মুহূর্তে কোনো বিপদ বা দুশ্চিন্তার কারণ টের পায়, অমনি তার বিশেষ এলাকাসমূহ সচল হয়ে ওঠে, নানা ধরনের হরমোন ও রাসায়নিক পদার্থ দ্রুত নিঃসৃত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাকে সচকিত করে দিতে থাকে। একটা সীমারেখা পর্যন্ত এই জিনিসটা মন্দ নয়, বরং নিত্যনতুন সমস্যা মোকাবিলায় এই ব্যাপারটা আপনাকে সামনে এগোনোর প্রেরণা জুগিয়ে যেতে পারে, কিন্তু সীমা অতিক্রম করলেই বিপদ। চিকিৎসকেরা বলেন, অত্যধিক ও দীর্ঘমেয়াদি মানসিক চাপ মানুষের শরীর, মন এবং আচরণ—এই তিনটি জায়গায় আঘাত করতে পারে। শারীরিক যেসব সমস্যা আপনি অনুভব করতে পারেন সেগুলো হচ্ছে—মাথাব্যথা, গায়ে ব্যথা বা মাংসপেশিতে ব্যথা, ক্লান্তি বোধ করা, বুকে ব্যথা বা চাপ বোধ, বদ হজম, ঘুমের সমস্যা ও যৌন জীবনে সমস্যা। মুড বা চিন্তার যেসব সমস্যা দেখা দেয়, তার মধ্যে দুশ্চিন্তা, বিরক্তি, ক্রোধ, অস্থিরতা, প্রেষণার অভাব, বিষাদ ইত্যাদি অন্যতম। বিভিন্ন আচরণগত সমস্যাও দেখা দেয় এই স্ট্রেসের কারণে, যেমন—বেশি খাওয়া বা খুব কম খাওয়া, স্বাদহীনতা, যখন তখন রাগে ফেটে পড়া, অমনোযোগ, ধূমপান, অ্যালকোহল বা ড্রাগে আসক্তি, ঘুমের বড়ি খাওয়ার অভ্যাস ইত্যাদি।