Tue, Jun 24 2014 - 12:00:00 AM +06

ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী


News Image

ঢাকা : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দুই পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে সূচক ঊর্ধ্বমুখী হলেও সিএসইতে সূচক নিম্নমুখী।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্র মতে, বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএঙ (ব্রড) সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৭ পয়েন্টে, ডিএসই এস (শরীয়াহ্‌্‌) সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৯৯ এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১২ পয়েন্টে এসেছে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত থাকে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৩১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। অন্যদিকে ১১টা ৩ মিনিটে চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৩৩৪ পয়েন্টে আসে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত থাকে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ২ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

 

 

 

 

(হলি টাইম্‌স ডটকম/ ২৪জুন/২০১৪)