Tue, Mar 12 2013 - 12:00:00 AM +06

নাঈমুল ইসলাম খানের গাড়িতে বোমা হামলা,সস্ত্রীক আহত


News Image

নিজস্ব প্রতিবেদক

হলিটাইমস ডটকম

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খানের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে তিনি ও তার স্ত্রী নাসিমা খান মন্টি আহত হয়েছেন। তাদের রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালীর অদূরে শাহীন কলেজের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, শাহীন হলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সস্ত্রীক বাসায় ফিরছিলেন নাঈমুল ইসলাম খান। গাড়িটি হল থেকে বের হয়ে প্রধান সড়কে ওঠার সঙ্গে সঙ্গে গাড়ির দুপাশ থেকে বোমা হামলা হয়। গাড়ি লক্ষ্য করে কমপক্ষে ছয়টি বোমা ফাটানো হয়েছে বলে জানিয়েছেন গাড়িচালক শাহাদৎ।

হামলায় নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টির শরীরের বিভিন্ন স্থানে বোমার স্পি-ন্টার ও গাড়ির কাচ ঢুকে ক্ষতের সৃষ্টি হয়েছে। বোমায় গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়। নাঈমুল ইসলাম খান হাসপাতালে সাংবাদিকদের জানান, গত প্রায় তিন মাস থেকে একটি মোবাইল ফোন থেকে অব্যাহতভাবে তাকে হুমকি দেয়া হচ্ছে। এসএমএসের মাধ্যমেও একাধিকবার হুমকি দেয়া হয়। পরিকল্পিতভাবে কোনো চক্র তাকে হত্যার উদ্দেশে এই হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন।

হলিটাইমস/কাজ