Contact For add

Mon, Nov 2 2020 - 3:25:30 PM UTC প্রচ্ছদ >>

Approval of 2021 public holiday list২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
হলি টাইমস রিপোর্ট: 
২০২১ সালে ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার। 
 
আজ সোমবার (০২ নভেম্বর) মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এটি চূড়ান্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটির তালিকা চূড়ান্ত করে। 
 
এ ছুটি সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় কার্যকর হবে।
 
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তালিকা অনুযায়ী, ২০২১ সালের সাধারণ ছুটি ১৪ দিন। এর মধ্যে ছয়দিন সরকারি ছুটির মধ্যে পড়েছে। নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। ঐচ্ছিক ছুটি মুসলিমদের জন্য ৫ দিন। হিন্দুদের জন্য ৮ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৫ দিন নির্ধারণ করা হয়েছে।
 
বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত। এর মধ্যে সাপ্তাহিক ছুটি চারটি শুক্রবার ও দুটি শনিবার অন্তর্ভুক্ত রয়েছে।
 
বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। নির্বাহী আদেশে ছুটির মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি (শনিবার) রয়েছে। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি ২২ দিন হলেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের কারণে এই ছুটি কার্যত ১৫ দিন। #  


Comments

Place for Advertizement
Add