হলি টাইমস রিপোর্ট :
নানা অনিয়ম আর দুর্নীতির কারনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় প্রশাসক বসানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট । আগামী এক মাসের মধ্যে সমাজসেবা অধিদফতরকে ওই সংস্থায় প্রশাসক নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে বলা হয়েছে।
নির্ভরযোগ্য একটি সূত্র বলেছেন, একতরফা কমিটি গঠন, ভোটার তালিকা থেকে সদস্যদের বাদ দেওয়া, সদস্যপদ বাতিল করা সহ নানা ধরনের দুর্নীতির কারনে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত অন্ধদের এই সংগঠনটিতে প্রশাসক নিয়োগ করতে হাইকোর্ট নির্দেশনা দিলো। গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিন বছর মেয়াদি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অন্ধ আয়ুব আলী, নূরুল আলম সিদ্দিক এবং তাদের দোষররা স্বৈরতান্ত্রিকভাবে কমিটি গঠন করে সংস্থাটি পরিচালনা করে আসছিল। তাদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ।
‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
হলি টাইমস রিপোর্ট : সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল অত্যন্ত আন্তরিকতার সাথে বিশেষজ্ঞদের সাথে নিয়ে একটি জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিসিপি) প্রণয়ণে কাজ করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে কাজের গতি ও পরিধি বৃদ্ধি করা প্রয়োজন। এমতাবস্থায় বর্তমান প্রেক্ষাপটে তামাক নিয়ন্ত্রণকে কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে যেতে হলে এনটিসিপি প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।
আন্তন নাগ(অন্তু): বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ডেপুটি গভর্নর খুরশীদ আলম এবং ড. হাবিবুর রহমানকে পদ্মা ব্যাংক পিএলসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পদ্মা ব্যাংক পিএলসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান । এ সময় তিনি ব্যাংকের কৌশলগত ও রূপান্তরমূলক পরিকল্পনা তাঁদের সামনে তুলে ধরেন। ব্যাংকের পক্ষ থেকে নবনিযুক্ত ডেপুটি গভর্নরদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
গোপালগঞ্জে পতিত জমিতে পারিবারিক পুষ্টিবাগান গড়ে তুলতে ৩৫০ জন কৃষককে গাছের চারা, বীজ, সার এবং অন্যান্য উপকরন বিতরণ করা হয়েছে। আজ গোপালগঞ্জের সদর উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার কৃষকদের হাতে এসব বীজ, সার,চারা ও উপকরণ তুলে দেন। এসময় প্রত্যেক কৃষকে, বাতাবী লেবুর চারা, বিভিন্ন প্রকার শাক এবং সবজি বীজ, জৈব সার এবং নেট বিতরণ করা হয়।
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতির জন্য যে সকল আবেদন প্রক্রিয়াধীন আছে তা দ্রুত সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ঐতিহ্যেবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ি-কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি ও নিবন্ধন দেয়া হবে। এজন্য তিনি অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রধান সম্পাদক : বরুন চন্দ্র সরকার |
সম্পাদক ও প্রকাশক : শ্যামল কান্তি নাগ |
যুগ্ম সম্পাদক : সৈয়দ আলম |
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২২/১ তোপখানা রোড, |
শিশু কল্যান পরিষদ ভবন (৫ম তলা) ঢাকা – ১০০০। |
+৮৮০ - ০১৭১১০৪৭৮২৪, +৮৮০২ - ৯৫১৪৩২৮। ফ্যাক্স : +৮৮০২- ৯৫১৪৩২৮ |
ইমেইল :- theholytimes@gmail.com, kantibd@gmail.com |