Contact For add

Sun, Oct 8 2023 - 2:48:29 AM +06 প্রচ্ছদ >> জাতীয়

Coordination meeting of Traffic-Tezgaon Department with representatives of 16 important educational institutions of the capital to decongest traffic.যানযট নিরসনে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে ট্রাফিক-তেজগ

যানযট নিরসনে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে ট্রাফিক-তেজগ

 রাজধানীর মোহাম্মদপুর জোন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক যানযট নিরসনে ১৬টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে এক সমন্বয় সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-তেজগাঁও বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আজ শনিবার ট্রাফিক তেজগাঁও বিভাগের অফিসে উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলেই যানযট নিরসনে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. যোগদান করেন হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সমন্বয় সভায় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম, ট্রাফিক-তেজগাঁও বিভাগের সকল জোনের সহকারী পুলিশ কমিশনার, টিআই, সার্জেন্ট ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইকবাল রোড-স্যার সৈয়দ রোড সোসাইটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব:) রাকিব, মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।



Comments

Place for Advertizement
Add