Contact For add

Mon, May 5 2025 - 7:43:44 PM +06 প্রচ্ছদ >> জাতীয়

জাতীয় অন্ধ সংস্থায় ৫০ কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদক’কে নির্দেশ দিয়েছে হাইকোর্টজাতীয় অন্ধ সংস্থায় ৫০ কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদক’কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট

জাতীয় অন্ধ সংস্থায় ৫০ কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদক’কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট
হলি টাইমস রিপোর্ট : 
দীর্ঘ সত্তর বছর আগে প্রতিষ্ঠিত জাতীয় অন্ধ সংস্থার কমপক্ষে ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতি তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংস্থাটির কয়েকজন অন্ধ সদস্য ২০২১ সালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই দুর্নীতির বিষয়ে অভিযোগ দায়ের করেছিল। 
নির্ভরযোগ্য একটি সূত্র জনিয়েছেন, বিগত ২০২১ সালের ৩১ মে সাধারণ অন্ধদের পক্ষে জাতীয় অন্ধ সংস্থার সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন দুর্নীতি দমন কমিশনে একটি দুর্নীতির অভিযোগ জমা দিয়েছিলেন। অভিযোগে বলা হয়েছিল, ওই সময়ে সংস্থার সাধারণ সম্পাদক আয়ুব আলী সাভার পৌরসভার বাসস্ট্যান্ডে অবস্থিত অন্ধ মার্কেট  অনিয়মের মাধ্যমে বরাদ্দ প্রদান করে কোটি কোটি টাকা হাতিয়েছে। এছাড়াও দোকান ভাড়ার টাকা সংস্থার তহবিলে যথাযথভাবে প্রদান না করে তছরুপ করেছেন। ২০২১ সালেই সংস্থায় আর্থিক হিসেবে কমপক্ষে ৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, দুদকে দায়েরকৃত অভিযোগে এমন তথ্য উপস্থাপন করেছিলেন মি. মিনহাজ। এমনকি ওই সংস্থার নাম পরিবর্তন করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাখা নিয়েও অভিযোগ করেছেন তিনি। 
মি. মিনহাজ জানিয়েছেন, দুদক ব্যবস্থা না নেওয়ায় ৩ বছর পর গতবছর মহামান্য হাইকোর্টে বিষয়টি নিয়ে রিট দাখিল করেন (রিট নং-১৫০১৭/২০২৪) তিনি। মহামান্য হাইকোর্ট  বিষয়টি তদন্ত পূর্বক নিষ্পত্তি করার জন্য দুর্নীতি দমন কমিশনকে আদেশ প্রদান করেছেন। ১৫ কর্মদিবসের মধ্যে এই তদন্ত সমাপ্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল ইতিমধ্যে সেই সময় সীমা শেষ হয়েছে। 
হাইকোর্টের আদেশের চিঠি দুদকে প্রেরনের পর মি. মিনহাজ গত ২৫ মার্চ তারিখে দুদকের চেয়ারম্যানকে আরো একটি চিঠি দিয়েছিলেন। যাতে দুদক দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহন করে। কিন্তু তিনি এখনো জানতে পারেননি যে দুদক তদন্ত শুরু করেছেন কি-না। 
জাতীয় অন্ধ সংস্থার সাবেক  সভাপতি মি. মিনহাজ দুদক’কে দেওয়া তার চিঠিতে উল্লেখ করেছেন যে, দুদক অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় গত ৪ বছরে দুর্নীতির টাকার অঙ্ক শতকোটি টাকা ছাড়িয়েছে বলে তার ধারনা। মহামান্য হাইকোর্টের আদেশ মতো দুদক তদন্ত করলে আরো বড় অঙ্কের দুর্নীতির তথ্য প্রকাশ হতে পারে। 
তিনি বলেছন, যদি দুর্নীতি প্রতিরোধে দুদক এখন দ্রæত ব্যবস্থা গ্রহন করে তাহলে অন্ধদের অনেক কল্যান হবে। কারণ সংস্থার কয়েকশো অন্ধ এখনো চরম দারিদ্রসীমার মধ্য বাস করছে এবং মানবেতর জীবন যাপন করছে। 
 


Comments

Place for Advertizement
Add