হলি টাইমস রিপোর্ট :
বৈষম্যমূলক ড্যাপ নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে গৃহায়ন খাত সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলো। ড্যাপের কারণে অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছেন বলে মনে করছেন তারা। এ খাতে গতিশীলতা আনতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ ।
মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন লিংকেজ শিল্পের নেতৃবৃন্দ। আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিংকেজ ইন্ডাস্ট্রির স্থবিরতা হতে উত্তরণের লক্ষ্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান।