হলি টাইমস রিপোর্ট :
দুপুরে জামিন পেয়েছিলেন চিন্ময় দাস। কিন্তু জেলহাজত থেকে তার আর ফেরা হলো না। সন্ধ্যায় চেম্বার জজ আদালত সেই জামিন স্থগিত করেছে। তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।
বাংলাদেশের সনাতন হিন্দুদের বহু আকাঙ্খিত ছিল চিন্ময় দাসের জামিন। দীর্ঘ ছয় মাস জেল হাজতে রয়েছেন তিনি। ৩৯ টি সনাতন হিন্দু সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ছিলেন চিন্ময় দাস। গত ৫ আগস্ট শাসন ক্ষমতা নাটকীয় ভাবে পরিবর্তন হওয়ার পর হিন্দুদের ওপর যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল তার প্রতিবাদের মূখ্য সঞ্চালক হয়ে উঠেছিলেন তিনি।