Contact For add

Thu, Sep 14 2017 - 10:00:40 AM +06 প্রচ্ছদ >> পরিবেশ

Africa's Best University Tallamtala Degree Scandalআফ্রিকার সেরা বিশ্ববিদ্যালয় টালমাটাল ডিগ্রি কেলেঙ্কারিতে

আফ্রিকার সেরা বিশ্ববিদ্যালয় টালমাটাল ডিগ্রি কেলেঙ্কারিতে

 

হলি টাইমস রিপোর্ট :

আফ্রিকার সেরা একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ফলাফল জালিয়াতির অভিযোগে ৩০০ ছাত্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

উগান্ডার মাকারেরে বিশ্ববিদ্যালয় সম্প্রতি আবিষ্কার করে যে এই ছাত্ররা ২০১৫ সালে কোনভাবে তাদের স্নাতক পরীক্ষার নম্বর বাড়িয়ে নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বার্নাবাস নাওয়াঙগুয়ে বলছেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখায় ফলাফল তদারক করা যাদের দায়িত্ব তাদের মধ্য থেকে কেউ এই কাজ করে থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন।

যেসব ছাত্রের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের ডিগ্রি স্থগিত করা হয়েছে।

গত দুই বছর আগে কলা ও সমাজ বিজ্ঞান বিভাগের ৬০০ ছাত্রের স্নাতক ফলাফল বাতিল করা হয়।

কারণ এরা পাশ মার্কের চেয়ে কম নম্বর পেয়েছিলেন বলে একজন তথ্য ফাঁস করে দেয়।

পুরো আফ্রিকা জুড়ে মাকারেরে বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে।

এর ৪০,০০০ ছাত্রের মধ্যে বহু বিদেশিও পড়াশুনা করছেন।

তানজানিয়ার প্রথম প্রেসিডেন্ট জুলিয়াস নায়াররেসহ আফ্রিকার বিভিন্ন দেশের বেশ ক'জন রাষ্ট্রনেতা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।



Comments

Place for Advertizement
Add