Contact For add

Wed, Aug 2 2023 - 1:55:59 PM +06 প্রচ্ছদ >> শিল্প সাহিত্য

গাইলে বাংলাদেশে গাইব,ভারতে আর গাইব না:কবীর সুমনগাইলে বাংলাদেশে গাইব,ভারতে আর গাইব না:কবীর সুমন

গাইলে বাংলাদেশে গাইব,ভারতে আর গাইব না:কবীর সুমন
গানের বাইরেও নানাভাবে আলোচনায় থাকেন ওপার বাংলার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। যার বেশিরভাগটাই স্পষ্ট কথার হেতুতে ঘটে থাকে। এবারও সপাটে এক সংবাদমাধ্যমকে নিজ দেশের শ্রোতাদের একহাত নিলেন। পাল্টা জানালেন, ভারতে নয়, তিনি প্রয়োজনে গাইবেন বাংলাদেশে। সম্প্রতি সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, ‘আমি যদি আর কোথাও গান গাই তবে বাংলাদেশেই গাইব। ভারতে আর গাইব না। ১৩ বছর পর বাংলাদেশে গিয়েছিলাম, আর তার কিছুদিন আগে দুর্গাপূজার পঞ্চমীতে কলকাতার কলামন্দিরে একটি অনুষ্ঠান ছিল। পুরো অনুষ্ঠানটাতেই শুধু টেলিফোন বাজল, আর লোকজন কথা বলল! তাই ভারতে আর আধুনিক বাংলা গান গাইব না। গাইলে বাংলা খেয়াল গাইব। কিন্তু বাংলাদেশে কেউ আমাকে অপমান করেনি। একটা ফোনও বাজেনি একটা কথাও হয়নি। তাই গান গাইলে বাংলাদেশে গাইব, ভারতে নয়। বাংলাদেশ যেদিন বলবে আমি সেদিনই ছুটে যাব, গাইব।’
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, কবীর সুমনের এমন মন্তব্যের পরই মন খারাপ তার ভারতের অনুরাগীদের। তবে এখানেই শেষ নয়। সুমন কথা বলেন পরবর্তী প্রজন্মের অবক্ষয় নিয়েও। বলেন, 'ভয়ংকর! দেখো অবজেক্টিভ কন্ডিশন এখন পাল্টে গিয়েছে। যে গুরুদের আমি পেয়েছিলাম, তখন মাস্টারমশাইকে বাংলার বাঘ বলতাম আমরা। উনি ক্লাসে ঢোকার সময় বলতেন আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। আর উনি ক্লাসে ঢুকলেই বদমায়েশি শুরু করে দিতাম।'
উল্লেখ্য, গত অক্টোবরে বাংলাদেশের এসেছিলেন কবীর সুমন। সেসময় এদেশের শ্রোতাদের প্রশংসা পঞ্চমুখ হয়েছিলেন তিনি। সেটারই প্রতিধ্বনি করলেন বাংলা গানের এই কিংবদন্তি।


Comments