Contact For add

Sun, Dec 31 2023 - 2:54:46 PM +06 প্রচ্ছদ >> আইন

বিএনপির যুগ্ম মহাসচিবসহ ৮ জনের কারাদণ্ডবিএনপির যুগ্ম মহাসচিবসহ ৮ জনের কারাদণ্ড

বিএনপির যুগ্ম মহাসচিবসহ ৮ জনের কারাদণ্ড
ধানমন্ডি থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ ৮ জনকে পৃথক দুই ধারায় তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডিত অপর আসামিরা হলেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, আব্দুল কাদের জুয়েল, শহিদুল ইসলাম, হারুন উর রশিদ, ওবাদুল হক নাসির ও শহিদুল ইসলাম হীরা। 
 
এক ধারায় তাদের এক বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায় দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
দুই ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকে আসামির দুই বছরের কারাভোগ করতে হবে। 
 
২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটায়। ওই ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী মামলাটি করেন। 
 
২০১৪ সালের ১৫ ডিসেম্বর তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ডিপি পুলিশের সাব ইন্সপেক্টর মো. আবু সাঈদ। 
 
মামলার বিচার চলাকালে আদালত ১৭ জনের মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন।


Comments

Place for Advertizement
Add