Contact For add

Sat, Sep 9 2017 - 4:21:22 PM UTC প্রচ্ছদ >> নারী ও শিশু

New medicines coming in breast cancer treatmentস্তন ক্যান্সারের চিকিৎসায় আসছে নতুন ওষুধ

স্তন ক্যান্সারের চিকিৎসায় আসছে নতুন ওষুধ

হলি টাইমস রিপোর্ট :

সম্প্রতি মার্কিন বিজ্ঞানীরা এমন একটি অণুর সন্ধান পেয়েছেন, যা স্তন কান্সারের চিকিৎসায় বিপ্লব ঘটিয়ে দিতে পারে। বিশেষ করে যারা স্তন ক্যান্সারে প্রথাগত চিকিৎসায় কোনো উপকার পাচ্ছেন না, তাদের জন্য ওষুধ তৈরিতে কাজে দেবে এই অণু।

মার্কিন বিজ্ঞানীরা জানান, ওই ওষুধ ‘ইস্ট্রোজেন সেনসেটিভ’ নামক স্তন ক্যান্সারের বাড়-বাড়ন্ত নতুন পদ্ধতিতে থামিয়ে দিতে পারবে। কারণ, ওষুধটির ওই অণু টিউমার কোষের ‘ইস্ট্রোজেন রিসেপ্টর কোষ’কে (চিকিৎসা বিজ্ঞানের ভাষা) টার্গেট করে থামিরয়ে দেয়।

মার্কিন বিজ্ঞানীদের সঙ্গে ভারতীয় এক বিজ্ঞানীও রয়েছেন। তিনিও একই দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক গণেশ রাজ সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওষুধটির কার্যপদ্ধতি একেবারেই নতুন। বর্তমানে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যেসব বাধা রয়েছে তা পেরিয়ে যেতে সক্ষম হবে এই ওষুধ।

সাধারণভাবে হরমোন থেরাপি দেয়া হয় স্তন ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে ওই সব রোগীদের এক তৃতীয়াংশের ক্ষেত্রেই বিরূপ প্রভাব পড়ে। কিন্তু নতুন এই ওষুধের ক্ষেত্রে সেই ঝুঁকি একেবারেই নেই।



Comments

Place for Advertizement
Add