Contact For add

Wed, Nov 22 2017 - 10:14:28 AM +06 প্রচ্ছদ >> আন্তর্জাতিক

The Rohingyas hope to come back this weekরোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এ সপ্তাহেই সমঝোতার আশা

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এ সপ্তাহেই সমঝোতার আশা

হলি টাইমস রিপোর্ট :

মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এ সপ্তাহেই সমঝোতা হতে পারে বলে তিনি আশা করছেন।রাজধানী নেপিডোতে এশিয়া এবং ইউরোপের দেশগুলোর জোট আসেমের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের পর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশা প্রকাশ করেন।কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও মিয়ানমারের একজন শীর্ষস্থানীয় মন্ত্রী উ চি টন সোয়ের সাথে এবিষয়ে বুধবার একটি সমঝোতা হওয়ার কথা রয়েছে।

এবছর আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর সহিংস অভিযান শুরু হবার পর থেকেএ পর্যন্ত ৬ লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

নেপিডোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোটাই এ আলোচনার উপজীব্য।

তিনি বলেন, এ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সমঝোতা হবে বলে তারা আশা করছেন।খবর বিবিসির



Comments