Contact For add

Thu, Dec 7 2017 - 11:27:38 AM BDT প্রচ্ছদ >> অপরাধ

Husband suicide with husband's wifeস্ত্রীর সাথে অভিমান করে স্বামীর বিষপানে আত্মহত্যা

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর বিষপানে আত্মহত্যা


গোপালগঞ্জ থেকে এম শিমুল খান :

গোপালগঞ্জের মুকসুদপুরে ইমদাদ শেখ (৩০) নামে এক যুবক তার স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার ননীক্ষির ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি ও ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক খেয়ে স্বামী ইমদাদ আত্মহত্যা করতে চাইলে পরিবারের লোক তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকে কাছে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর তার পর ঢাকা নেওয়ার পথে সে মঙ্গলবার রাতে মারা যায়। ইমদাদ মুকসুদপুর উপজেলার ননীক্ষিরের বনগ্রামের মৃত কাসেম শেখের ছেলে।
 Comments

Place for Advertizement
Add