Contact For add

Fri, Jan 12 2018 - 5:07:07 PM +06 প্রচ্ছদ >> মিডিয়া

Avobe Two Thousand Application for Oneline Newspaperঅনলাইন পত্রিকার জন্য ২ হাজার অবেদন

অনলাইন পত্রিকার জন্য ২ হাজার অবেদন

 

হলি টাইমস রিপোর্ট :

 দেশে অনলাইন পত্রিকা হিসাবে নিবন্ধনের জন্য ২ হাজার ১৮টি আবেদন পেয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশের পার্লামেন্টে একজন সংসদ সদস্যের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, ''সারা দেশে কতগুলো অনলাইন পত্রিকা আছে, তার সঠিক কোন পরিসংখ্যান এখনো সরকারের কাছে নেই। তবে নিবন্ধনের জন্য ২ হাজার ১৮টি আবেদন পাওয়া গেছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।''

দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে এখন বেসরকারি অনুমোদিত টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪৫টি আর মোট নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ২৫টি।

এর মধ্যে দৈনিক পত্রিকা রয়েছে ১ হাজার ১৯১টি, অর্ধ সাপ্তাহিক পত্রিকা ৩টি, সাপ্তাহিক পত্রিকা ১ হাজার ১৭৫টি।

পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয় ২১২টি, মাসিক ৪০৪টি, দ্বিমাসিক ৭টি, ত্রৈমাসিক ২৮টি, চতুর্মাসিক ১টি, ষাণ্মাসিক ২টি এবং বার্ষিক পত্রিকা ২টি।



Comments