Contact For add

Mon, Feb 5 2018 - 11:39:09 AM +06 প্রচ্ছদ >> অর্থ ও বাণিজ্য

Twenty-one-hundred-million-rupee stolen goods in the year: Home Minister১ বছরে ১২ শ কোটির চোরাই মাল আটক :স্বরাষ্ট্রমন্ত্রী

১ বছরে ১২ শ কোটির চোরাই মাল আটক :স্বরাষ্ট্রমন্ত্রী

হলি টাইমস রিপোর্ট:


গত বছরের (২০১৭ ) জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত বিজিবি কতৃক ১ হাজার ২১৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৪৮৭ টাকা মূল্যের ফরমালিনসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল জাতীয় সংসদে বজলুল হক হারুন ( ঝালকাঠি-১) এর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, উক্ত মালামাল আটককালে ২ হাজার ৫০৬ জন চোরাকারবারী আটক করে তাদের বিরুদ্ধে ২৫ হাজার ১৫২ টি মামলঅ দায়ের করা হয়েছে।
৪১৩০ কেজি সোনা জব্দ
সংসদ সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল জানান, ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন দপ্তর অবৈধভাবে আনীত মোট ৪ হাজার ১৩০ দশমিক ৪২৫ কেজি স্বর্ন আটক করা হয়েছে।
বাংলাদেশে ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশী নাগরিক কর্মরত ।
বিভিন্ন পেশায় ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য অনুযায়ী তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন ভারতীয় নাগরিক। গতকাল বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কাজের ধরন অনুযায়ী পরিসংখ্যানে দেখা যায় ব্যবসায় মালিক রয়েছেন ৬৭ হাজার ৮৫৩ জন, এক্সপোর্টার ৮ হাজার ৩০০ জন, অফিসার ৩ হাজার ৬৮২ জন,  খেলোয়াড়/স্পোর্টস সংগঠক ২ হাজার ১০৫ জন, ক্যাপিটাল বিনিয়োগকারী ৯২২ জন, পার্সোনাল স্টাফ ৮০৪ জন, ইকুপমেন্ট টেকনিক্যাল পার্সোনাল ৭২৭জন, এনজিও কর্মী ৫৬১জন, রিসার্স/ট্রেনিং ৪০০ জন এবং গৃহকর্মী ১৩২ জন।
এসব বিদেশীদের মধ্যে সর্বাগ্রে ভারতের ৩৫ হাজার ৩৮৬ জন, দ্বিতীয়স্থানে চীনের ১৩ হাজার ২৬৮ জন, তৃতীয় জাপানের ৪ হাজার ৯৩ জন, ৪র্থ সাউথ কোরিয়র ৩ হাজার ৩৯৫ জন, মালয়েশিয়ার ৩ হাজার ৮০ জন, শ্রীলঙ্কার ৩ হাজার ৭৭ জনসহ বহু দেশের নাগরিক কর্মকত আছেন।
 



Comments

Place for Advertizement
Add