Contact For add

Tue, Aug 22 2017 - 6:46:02 PM +06 প্রচ্ছদ >> জাতীয়

Parliament session 10 Septemberসংসদ অধিবেশন ১০ সেপ্টেম্বর

সংসদ অধিবেশন ১০ সেপ্টেম্বর

হলি টাইমস রিপোর্ট :

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে আগামী ১০ সেপ্টেম্বর রোববার। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।মঙ্গলবার অধিবেশন আহ্বান সংক্রান্ত ফাইলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে এ অধিবেশন কতদিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

সংসদ অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে ১৭তম অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে।

এদিকে এবার ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত রায়ের পর্যবেক্ষণ নিয়ে সরব হয়ে উঠবে সংসদ অধিবেশন।

রায়ের পর্যবেক্ষণ নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে বলে

জানিয়েছেন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ। তিনি বলেন, এর আগে আমরা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের প্রতিবাদ করে বক্তব্য দিয়েছি। এবার যোগ হবে ওই রায়ের পর্যবেক্ষণ।

এর আগে সংসদের ১৬তম বাজেট অধিবেশন গত ১৩ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

এর আগের অধিবেশন সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ কার্যদিবস চলে। অধিবেশনে বাজেটের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন সংসদ সদস্যরা।



Comments

Place for Advertizement
Add