Contact For add

Sat, Jan 6 2018 - 4:14:16 PM +06 প্রচ্ছদ >> রাজনীতি

Bangladesh Chhatra League-BCL's 70th founding anniversary is celebratedবাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হলি টাইমস রিপোর্ট :


বাঙ্গালি জাতির গৌরবময় সকল গণতান্ত্রিক আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গতকাল  বিকাল ৪টায় টিএসসি সড়ক দ্বীপে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব করিম সিকদার, সাবেক ছাত্রনেতা মঞ্জুর আহমেদ মঞ্জু, মোহাম্মদ মোহসীন, সাবেক সভাপতি হোসাইন আহমেদ তফছির।

বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাস খোকন, পূর্বের স্ধাারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান ফসি, শামিম আহমেদ, ইউনুসুর রহমান, তনিমা সিদ্দিকি, ছাত্রনেতা রেজুয়ান ভুইয়া সোহেল, সাজ্জাদ হোসেন সোহাগ, মাহফুজুর রহমান রাহাত, মামুন আহমেদ মায়া, ইমরান হোসেন মামুন, মোঃ রতন আলি, ফাহিমুর রহমান ফাহিম, প্রীতম মজুমদার প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সভাপতি মো: শাহজাহান আলী সাজু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌতম শীল।
বক্তারা ডাকসুসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন, বৈষম্যহীন শিক্ষা, পর্যাপ্ত কর্মসংস্থান, চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, নারী-শিশু নির্যাতনের বিচার, মাদক ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গৌরবময় ঐতিহ্যের অধিকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল’কে দেশের সাধারণ ছাত্রছাত্রীদের অতীতের ন্যায় সংগঠিত করে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।








    
 



Comments