Contact For add

Mon, Oct 23 2017 - 12:44:26 PM +06 প্রচ্ছদ >> স্বাস্থ্য

All medical courses including MBBS BDS under BSMMUবিএসএমএমইউ’র অধীনে এমবিবিএস বিডিএসসহ সব চিকিৎসা কোর্স

বিএসএমএমইউ’র অধীনে এমবিবিএস বিডিএসসহ সব চিকিৎসা কোর্স

হলি টাইমস রিপোর্ট :

সরকারি এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং ও বিএসসি মেডিকেল টেকনোলজিসহ সব কোর্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে এসেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেয়া হয়।

সভায় বলা হয়, নবপ্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজসমূহ ব্যতীত অন্যান্য সব মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজসমূহে বিদ্যমান এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সসমূহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় অধিভুক্ত করা হবে।

cam

সভায় ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, বিএসএমএমইউ প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট-এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএসএমএমইউ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. বিল্লাল আলম, বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন উপস্থিত ছিলেন।

এছাড়া আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. আবুল খায়ের মো. সালেক, পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ, হিসাব ও অডিট) কাজী মো. শফিকুর রহমান।



Comments

Place for Advertizement
Add