Contact For add

Thu, Feb 22 2018 - 6:22:43 PM +06 প্রচ্ছদ >> আইন

In the anti-adulteration campaign, the prisoners including the water producing company are finedভেজালবিরোধী অভিযানে,পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জরিমানাসহ কারাদন্ড

ভেজালবিরোধী অভিযানে,পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জরিমানাসহ কারাদন্ড

আন্তন নাগ:
বিএসটিআই’র অনুমোদন না নিয়ে অপরিশোধিত পানি নিম্নমানের জারে ভর্তি করে বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই অর্ডিন্যান্স, ১৯৮৫ ও ২০০৩ (সংশোধিত) এর ক্ষমতাবলে সর্বমোট দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ০৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান এবং ০২ টি কারখানা বন্ধ করা হয়েছে।
বিএসটিআই ও র‌্যাব হেড কোয়ার্টারের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সারোয়ার আলম এর নেতৃতে আজ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ধলপুর, যাত্রাবাড়ির  সেইফ ড্রিংকিং ওয়াটার, , দক্ষিণ যাত্রাবাড়ির  ইউনিক ড্রিংকিং ওয়াটার, সায়েদাবাদ রেল গেইটের বিক্রমপুর ড্রিংকিং ওয়াটার, দক্ষিণ যাত্রাবাড়ির আল হুমাইন ড্রিংকিং ওয়াটার, এবং কাজলা রোড, দক্ষিণ যাত্রাবাড়ির রিদম ড্রিংকিং ওয়াটার,  কারখানাসমূহ অপরাধীগণ তাৎক্ষণিকভাবে জরিমানার সমূদয় অর্থ পরিশোধ করেন। এছাড়াও প্রায় ২,০০০ টি জার ধ্বংস/বাজেয়াপ্ত করা হয়।
পরবর্তীতে বিএসটিআই’র এরূপ অভিযান আরও জোরদার করা হবে।



Comments

Place for Advertizement
Add