Contact For add

Tue, Jul 25 2017 - 3:05:02 PM +06 প্রচ্ছদ >> দেশের খবর

Husband's life imprisonment for killing wife in Lakshmipurলক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

হলি টাইমস রিপোর্ট :

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী জসিম উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত জসিম সদর উপজেলার জামিরতলী গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

জেলা জজ কোর্টের অতিরিক্তি পাবলিক প্রসিউকিউটর মো. আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে জসিম তার স্ত্রী ফাতেমা বেগমকে নির্যাতন করে হত্যা করেন। পরে মরদেহ প্লাস্টিকের বস্তায় করে বাড়ির পাশের ডোবায় লুকিয়ে রাখে। পরে বস্তাবন্দি অবস্থায় ডোবা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহতের ভাই ছফি আহাম্মেদ বাদী হয়ে জসিমকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।



Comments