Contact For add

Sun, Nov 26 2023 - 12:15:47 PM +06 প্রচ্ছদ >> খেলাধুলা

মালদ্বীপে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে বাংলাদেশমালদ্বীপে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে বাংলাদেশ

মালদ্বীপে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে বাংলাদেশ
মালদ্বীপে টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন (ডাবল) হয়েছেন বাংলাদেশি হালিমা জাহান, রানারআপ (সিঙ্গেল) হালিমা জাহান।
অনূর্ধ্ব-১৬ মেয়েদের গ্রুপে রানারআপ (ডাবল) হয়েছেন বাংলাদেশি সুবর্ণা খাতুন, অনূর্ধ্ব-১৬ ছেলেদের গ্রুপে রানারআপ (ডাবল) হয়েছেন তানভীর মন তুষার। এছাড়াও অনূর্ধ্ব-১৪ ইভেন্টে কাব্য গায়েন বিশেষ পুরস্কার পেয়েছেন।
মালদ্বীপে চার দেশীয় আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দিরাগু ইনভাইটেশন টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপসহ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের দল অংশ নেয়।
শনিবার (২৬ নভেম্বর) দিরাগু আমন্ত্রণমূলক টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশসহ আজকের যারা এশিয়ার মধ্যে অংশগ্রহণ করেছে তারা অনেক ভালো খেলেছে। আগামীতে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করে আরও ভালো করবে, এই প্রত্যাশা কামনা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদ্বীপের অ্যাসোসিয়েশন মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আহমেদ হাফিজ, সাবেক সভাপতি আহমেদ নাজিরসহ টেনিস অ্যাসোসিয়েশন মালদ্বীপের বোর্ড মেম্বারসহ, বাংলাদেশ থেকে, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, পিএসসি, বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব চন্দ্রন কুমার শাহা, কনস্যুলার সহকারী মো. ইবাদ উল্লাহ।


Comments

Place for Advertizement
Add