Contact For add

Wed, Sep 6 2017 - 7:07:33 PM +06 প্রচ্ছদ >> তথ্যপ্রযুক্তি

Robi-Ten Minute School launches smartbookস্মার্টবুক চালু করলো রবি-টেন মিনিট স্কুল

স্মার্টবুক চালু করলো রবি-টেন মিনিট স্কুল

হলি টাইমস রিপোর্ট :

শিক্ষার্থীদের জন্য সম্প্রতি ডিজিটাল স্মার্টবুক চালু করেছে অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। এ বছরের ফেব্রুয়ারিতে চালু হওয়া স্মার্টবুকগুলো ইতোমধ্যে ১০ লাখের বেশি শিক্ষার্থী পড়েছে।স্মার্টবুকগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পারস্পরিক আলোচনার আবহে পাঠ্য বইয়ের বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝতে পারবে। বইগুলো শুধু একটি ডিজিটাল এডুকেশন কন্টেন্ট নয়; এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ের ওপর কুইজে অংশ নিয়ে ওই বিষয়ে তার দক্ষতার স্তর সম্পর্কেও ধারণা পাবে।

স্মার্টবুক সব বিষয়ের কঠিন বিষয়বস্তুগুলোকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন এবং ব্যাখ্যা দিয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও ধারণা প্রদান করে; যাতে শিক্ষার্থীরা এর পারিপার্শ্বিক দিকগুলো নিয়েও ভাবতে পারে।

বর্তমানে স্মার্টবুকের আওতায় এসএসসি ও এইচএসসি’র মূল বিষয়গুলো রয়েছে। তবে পিএসসি পরীক্ষা পর্যন্ত সব বিষয়ের ওপর স্মার্টবই চালু করার পরিকল্পনা রয়েছে রবি-টেন মিনিট স্কুলের।



Comments

Place for Advertizement
Add